১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

সৌদিতে অবৈধ শ্রমিকরা সময় পেলো আরও ৩০ দিন

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের শ্রম আইনে অবৈধ শ্রমিকদের দেশে ফেরত যাওয়ার জন্য ২৬ জুন ৯০ দিনের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর নতুন করে আরো ৩০ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সৌদি ইমিগ্রেশন পুলিশ। হিজরী মাসের ১ শাওয়াল থেকে ১ রজব পযর্ন্ত এই সময় বর্ধিত করা হলো।
সৌদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের নির্দেশে অবৈধ শ্রমিকদের জন্য ৩০ দিনের মেয়াদ বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরব পাসপোর্টের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আব্দুল আজিজ আল-ইয়াহিয়া।
যে সকল অবৈধ প্রবাসী পূর্বের ৯০ দিন সাধারণ ক্ষমার আওতায় কোনো সুযোগ নিতে পারেনি, তাদের জন্য এই ৩০ দিন সুবর্ণ সুযোগ। এর পরেও যারা এই সুযোগ গ্রহণ করবে না তাদেরকে কঠোর শাস্তির আওতায় জেল-জরিমানা দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।
জানা গেছে, এ পর্যন্ত জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে ১৮ হাজার ৩৫০ জনের মতো আউটপাস সংগ্রহ করেছেন এবং ১৪ হাজার ২৮০ জন অবৈধ শ্রমিক দেশে ফেরত গেছেন। এখনো ৪০৬০ জন অবৈধ শ্রমিক দেশে ফিরতে পারেননি বলে জানা গেছে।
এর আগে সৌদি সরকার অবৈধ ভাবে বসবাসরত অভিবাসীদেরকে কোনো ধরনের জেল-জরিমানা ছাড়াই স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যেতে ৯০ দিনের সাধারণ ক্ষমা ঘোষণা দেন।  তবে এই ক্ষমায় অবৈধদের বৈধ হওয়ার কোনো সুযোগ রাখেনি সৌদি সরকার। তবে ফিরে গিয়ে নতুন ভিসায় যে কোনো সময় আবার সৌদি আরব আসতে কোনো বাধা থাকবে না।
বর্ধিত এই ৩০ দিনের সাধারণ ক্ষমায় যারা হজ, উমরাহ, ভ্রমণ অথবা ট্রানজিট ভিসা নিয়ে নির্ধারিত সময়ে ফেরত না গিয়ে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকে আউটপাস (বিশেষ ট্রাভেল পাস) সংগ্রহ করে সৌদি ইমিগ্রেশন বিভাগ থেকে ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ