রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দড়া নয়াবাজার থেকে বুধবার সন্ধ্যায় ৩৮পিস ইয়াবা ট্যাবলেট,২শত গ্রাম গাজাসহ ইউপি মেম্বার দেলোয়ার হোসেন মানিক,তার সহযোগী আলমগীর হোসেন ও মাসুদ আলমকে আটক করে।
সুত্রে জানায়,ইছাপুর ইউপির সৌন্দড়া ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মানিক ও তার দুই সহযোগী আলমগীর,মাসুদ বুধবার সন্ধ্যায় ৭টার দিকে সৌন্দড়া নয়া বাজারে পরিত্যক্ত স্থানে খুচরা বিক্রিতাদের মাঝে ইয়াবা ও গাজা বিক্রি করছে। খবর পেয়ে থানার এস.আই পংকজ চন্দ্র দাস,এ.এস.আই মোজাম্মেল ও আরিফুল ইসলাম সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে ৩জনকে আটক করতে সক্ষম হয়। পরে দেহ তল্লাসী চালিয়ে ইয়াবা ও গাজা জব্দ করে। মেম্বার মানিকের স্বজনেরা জানান,পুলিশের সাথে আমাদের দেড় লক্ষ টাকা রফাদপা হয়েছে। আটককৃত ৩জনকে ৫৪ কিংবা ৩৪ধারা আদালতে পাঠানো হবে। এতে মেম্বারের কোন সমস্যা হবে না। ইছাপুর ইউপি আ‘লীগৈর সভাপতি নুর মোহাম্মদ খান বলেন,সন্ধ্যায় পুলিশ মেম্বার সহ ৩জনকে আটক করলেও রাত ১২টার দিকে ওসি আটকের কথা ইউপি চেয়ারম্যানের কাছে স্বীকার করে। ইছাপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ বলেন,মেম্বার দেলোয়ার হোসেন মানিক এক সময় রাজপথ কাপাঁনো আ‘লীগ নেতা হলেও ইউপি নির্বাচনে বিএনপির ব্যানারে নির্বাচন করে। কিন্তু মেম্বার নির্বাচিত হওয়ার পরেও পরিষদের তেমন কোন কর্মকান্ডের সাথে জড়িত হয় না। পরিবারের লোকজনের অনুরোধে রাত ১১টার দিকে ওসির সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আটককৃত অফিসার পংকজ চন্দ্র দাস বলেন,মেম্বার না কে সেটা বিষয় নয়,আটককৃত ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন আর