২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

লংগদু যৌথবাহিনীর অভিযানে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে যৌথবাহিনীর অভিযানে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের গোলাছড়ি নামক গহীন পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্রগোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালিত হয় সেনাবাহিনীর লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল আলীম চৌধুরীর নেতৃত্বে। সেনাসূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধার করা অস্ত্রগোলার মধ্যে রয়েছে- একে-৪৭ রাইফেল ২টি, যুগোস্লাভিয়া তৈরি রাইফেল ১টি ও চাইনিজ রাইফল ১টি। এছাড়া ১৫২ রাউন্ড তাজাগুলি, ৪টি ম্যাগজিন, ৫ সেট মোবাইল ফোন, ৪ জোড়া সামরিক পোশাকসহ বিপুল সরঞ্জাম ও ইউপিডিএফের নথিপত্র উদ্ধার করা হয়।
সূত্রে বলা হয়, ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে আস্তানা গেড়ে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছিল- এমন গোপন তথ্য নিশ্চিত হওয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথঅভিযানে নামে। অভিযান শুরু হয় বুধবার রাত থেকে। এ সময় এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও সেনা সদস্যরা। কিন্তু তার আগে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ওইসব অস্ত্রগোলা ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী। সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত বলে জানায় পুলিশ।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, লংগদু সদর ইউনিয়নের গোলাছড়িতে ১৩-১৪ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছিল। গোপন তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মাইনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ভোর ৪টার দিকে তাদের আস্তান থেকে ওইসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক পালিয়ে যাওয়ায় সন্ত্রাসী কাউকে আটক করা সম্ভব হয়নি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ