স্পোর্টস ডেস্ক:
গত বছর জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। এরপর চোট, বিশ্রাম মিলিয়ে তাকে ছাড়াই ১১টি টেস্ট খেলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু সেটি সম্ভবত হচ্ছে না।
ফেরার বদলে উল্টো বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন ডি ভিলিয়ার্স! আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট থেকে অবসর নেয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন তিনি।
সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজের আগে পুরো ফিট হয়ে উঠতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে খেলছেন না ডি ভিলিয়ার্স। দুই মাসের ছুটিতে যাওয়ার আগে গত রোববার এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই।
নতুন সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে যাচ্ছি। এর মধ্যে অবশ্যই ফিট থাকতে হবে। আমি নিশ্চিত করতে চাই, সেপ্টেম্বরে বাংলাদেশ যখন খেলতে আসবে তখন যেন প্রস্তুত থাকি।’
কিন্তু ডি ভিলিয়ার্সের এই প্রস্তুতি সম্ভবত শুধু ওয়ানডে ও টি ২০ সিরিজের জন্য। বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদি না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাকে টেস্ট চালিয়ে যেতে রাজি করাতে পারে। এ বছর আগেই নাকি টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। তখন সিএসএ তাকে বুঝিয়ে-শুনিয়ে দীর্ঘ ছুটি দেয়।
এবার নিজের ভবিষ্যৎ ঠিক করতে আগামী আগস্টে বোর্ডের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন ডি ভিলিয়ার্স। ওই বৈঠকের পরই নাকি টেস্ট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। ২০১৯ বিশ্বকাপ তার ভাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দেশের হয়ে একটি বিশ্বকাপ জেতার জন্য এখন থেকে শুধু রঙিন পোশাকে খেলতে চান ডি ভিলিয়ার্স। চোট কাটিয়ে ফেরার পর ব্যাট হাতে আগের সেই ছন্দে নেই তিনি।
রোববার কার্ডিফে শেষ টি ২০-তে ইংল্যান্ডের কাছে ১৯ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজও হেরেছে ২-১ এ। ওই ম্যাচের পরই নিজেকে ফিট রাখতে খেলার পরিধি কমিয়ে আনার সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো
দৈনিক দেশজনতা/এন আর