১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক  দুর্ঘটনায় ১৮  জন নিহত হয়েছে ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এঘটনায় আহত হন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলেও জানান তিনি। অপরজন মাইক্রোবাসের চালক বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।ধারণা করা হচ্ছে, তাদের সবার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।ওসি এ কে এম আলী নূর বলেন, সেবা গ্রীনলাইন পরিবহনের বাসটি গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল। মাইক্রোবাসটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। নিহতদের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তাদের কারো কারো মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন অংশ পড়ে আছে। নিহতদের একজনের পকেটে একটি মোবাইল পায় পুলিশ। সেখান থেকে একটি নাম্বারে ফোন দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।একজন প্রবাসীকে আনার জন্য তারা ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

বান্দরবান: জেলার থানচি- আলীকদম সড়কে পর্যটকবাহী জিপ খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।জিপে থাকা সবাই পর্যটক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার সকালে থানচি যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আলীকদম থানার এসআই মাসুদ বলেন, ঢাকা থেকে আসা কিছু পর্যটক থানচি যাওয়ার জন্য আলীকদম থেকে জিপ গাড়ি ভাড়া করে। পরে গাড়িটি থানচি- আলীকদম সড়কের ১৭ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের সবাইকে উদ্ধার করে আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রাবাহী একটি বাস ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল।ভোরে বাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রয়হাটি এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন ও আহত আরো দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।

টাঙ্গাইল: জেলার ধনবাড়ীতে মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।বৃহস্পতিবার সকালে এ দুঘর্টনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন ধরবাড়ি পৌর এলাকার নিজবর্ণী গ্রামের রেবা বেগম ও শাহাতন বেগম।ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান  জানান, জামালপুরগামী একটি মাইক্রোবাস ধনবাড়ী উপজেলার নিজবর্ণী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরবর্তীতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো একজন মারা যান। আহত ওবায়দা বেগমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মহিলা দুইজনই সকালে রাস্তায় মনিংওয়াক এ বের হয়েছিলেন বলে পুলিশ জানান। দুর্ঘটনার পর চালকসহ যাত্রীরা পালিয়ে যায়।

ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পন্টে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে জামাল হোসেন (৪০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও চার যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৬০), ওসমান আলী (৩৫), মুক্তি হাবিবুল্লাহ (৪০) ও জামাল (৬০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেন মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজশাহী: রাজশাহীর বানেশ্বর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে………………………………………………………………

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ২৯, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ