নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গাবতলী গরুর হাটে ভয়াবহ আগুন লেগেছে। এতে গরু রাখার কয়েকটি শেট পুড়ে গেছে। আগুনের মধ্যে আটকা পড়ে আছে বেশ কিছু গরু। যেগুলো পুড়ে মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এরই মধ্যে আগুনে গরু রাখার অন্তত ৩টি শেট সম্পূর্ণ পুড়ে গেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

