১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

ফেসিয়াল করার পর পরবর্তী ত্বকের বাড়তি যত্ন

লাইফ স্টাইল ডেস্ক:

আমাদের মধ্যে অনেকেই ঈদ উপলক্ষে ফেসিয়াল করিয়েছি এবং ঈদের দিন অনেক প্রশংসাও কুড়িয়েছি। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ্য না। অনেক সময় ফেসিয়াল করার পর ত্বক বেশ নাজুক হয়ে পড়ে, সে চায় বাড়তি যত্ন। আর এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে আমদের পরিবেশ আমাদের ত্বকের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেনা। চলুন দেখা যাক ফেসিয়াল করার পর কী কী নিয়ম মেনে চলা উচিত যেন আমাদের ত্বকের কোনো ক্ষতি না হয় আর পুরোটা মাস জুড়ে আপনি থাকবেন সুন্দর এবং স্বাস্থ্যজ্জ্বল।

স্টিম রুম পরিহার করুন :

আমরা অনেকেই জিমের ষ্টীম রুমে স্টিম বা সোনা বাথ নিই। কিন্তু ফেসিয়াল করার পর পরই এটি করা যাবে না। কেননা অনেক ফেসিয়ালেই চেহারায় গ্লো আনার জন্য স্টিম করা হয় যা পরবর্তীতে আবার স্টিম নেওয়ার ফলে গ্লো কমে যেতে পারে। এতে আপনার এত টাকা খরচ করে ফেসিয়াল করার অর্থই বদলে দেবে।

ফেসওয়াশ বা সাবান ব্যবহার এড়িয়ে চলুন :

আপনার ফেসিয়ালে যদি ব্লিচিং ক্রিম ব্যবহার করা হয়ে থাকে তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সাবান বা ফেশওয়াশ থেকে দূরে থাকবেন। এর ২টি কারণ আছে। একটি হল ব্লিচিং ক্রিমের সাথে সাবান রি-একশ্যন করে আপনার ত্বকের ক্ষতি করতে পারে। আরেকটি কারণ হল ব্লিচিং ক্রিমের লক্ষ্য হল আপনার মুখের লোমের রঙ পরিবর্তন করা কিন্তু তাৎক্ষনিক ভাবে সাবান ব্যবহার করলে রঙটা লোমে বসবে না।

ঘরোয়া মাস্ক লাগাবেন না :

কোনো সবজি বা ফলের খোসা দিয়ে বানানো মাস্ক, ভিটামিন এ সমৃদ্ধ মাস্ক লাগাবেন না। কেননা অধিকাংশ খোসাতে থাকে আলফা হাইড্রক্সি এসিড প্লাস ভিটামিন এ, এই উপাদানগুলো ত্বকের রেডনেসের জন্য দায়ী। তাই ফেসিয়াল করার ২/৩ দিনের মধ্যে এই ধরনের কোনো ঘরোয়া মাস্ক লাগাবেন না।

সূর্যের তাপ থেকে দূরে থাকুন :

সূর্যের ক্ষতিকর রশ্মি সব সময় ত্বকের শত্রু। কিন্তু যেহেতু আগেই বলেছি অনেক সময় ফেসিয়ালের পর ত্বক আরো বেশি নাজুক হয়ে যায় সেহেতু সূর্যের হাত থেকে ত্বককে রক্ষা করা জরুরী। ১০০% ফেসিয়ালেই স্ক্রাব বা পিল অন্তর্ভুক্ত থাকে যার ফলে ত্বকে এক ধরনের অরক্ষিত পর্দার সৃষ্টি হয় আর এই পর্দা সূর্যের তাপে সহজে বার্ন হয়।

মেক-আপ করবেন না :

ফেসিয়াল করার পর পরই মেক-আপ করাটা উচিৎ নয়। কেননা নাজুক ত্বকে মেক-আপের কারণে ইরিটেশন বা ইনফ্লামেসন দেখা দিতে পারে। বিশেষ করে যেসব কসমেটিক্সগুলোতে কৃত্রিম রঙ বা সুগন্ধি দেওয়া থাকে সেগুলো ফেসিয়ালের পর একদমই ব্যবহার করা উচিত না। ফেসিয়াল করার ৭২ ঘণ্টার মধ্যে কোনো ধরনের মেক-আপ ব্যবহার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

উপরের নিয়মগুলো মেনে চলে অনেকদিন ধরে উপভোগ করুন হাজার টাকার ফেসিয়ালের সৌন্দর্য।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৮, ২০১৭ ১:০০ অপরাহ্ণ