দেশ জনতা ডেস্ক:
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও তথ্যপ্রযুক্তিতে এগিয়ে গেছে। প্রযুক্তির ছোঁয়ায় এখন সারাবিশ্বের কেনাকাটার সিংহভাগ লেনদেন হয় অনলাইন মার্কেটে। কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু অনলাইনে বাকৃবি লোগোযুক্ত ৩৫টি টি-শার্টের অর্ডার করি।
অনলাইন কর্তৃপক্ষ অগ্রিম ২০০০ টাকা নেয়। কিন্তু ৩০ দিন পার হলেও তারা কোনো টিশার্ট ডেলিভারি দেয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা ডেলিভারি দেয়ার শুধু আশ্বাস দেয়। কিন্তু আমরা নিশ্চিত, তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে।
আমাদের এখন কিছুই করার নেই। ভুক্তভোগী হিসেবে একটাই চাওয়া- সরকার যেন এসব প্রতারক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং অনলাইন কেনাবেচার প্রসারে তাদের প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা নেয়।
আবুল কালাম আজাদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল, ময়মনসিংহ