স্পোর্টস ডেস্ক:
তার বোলিংকে বিশ্বের যে কোন বড় ব্যাটসম্যানকেই সমিহ করতে হয়। ক্রিকেটে বোলার ‘লাসিথ মালিঙ্গা’ নামটা তাই ভীতিকরই। কিন্তু তাই বলে নিজ দেশের ক্রীড়ামন্ত্রীকে তো আর বানর বলতে পারেন না তিনি। কদিন আগে এমন কাণ্ডই ঘটিয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি ব্যাতিক্রমী অ্যাকশনের বোলার লাথিস মালিঙ্গা। যার মাশুলও গুনতে হলো তাকে। ছয় মাসের জন্য নিষিদ্ধ ও পরবর্তী ম্যাচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মালিঙ্গাকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কা দলের কড়া সমালোচনা করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। যা শুনে বেশ চটে গিয়েছিলেন মালিঙ্গা। সংবাদ মাধ্যমে ক্রীড়ামন্ত্রীর একহাত নিয়ে ‘বানর’ পর্যন্ত বলেছিলেন বলে অভিযোগ মালিঙ্কার বিরুদ্ধে। যার ফলে মালিঙ্গার বিপক্ষে গঠন করা হয় তদন্ত কমিটি। এবং সেই তদন্ত কমিটির সামনে মঙ্গলবার হাজির হয়ে সব স্বীকার করেছেন মালিঙ্গা। অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিঙ্গাকে এই শাস্তি দেওয়া হয়।
তবে ছয় মাসের নিষেধাজ্ঞাটাটি স্থগিত নিষেধাজ্ঞা হিসেবে বলবৎ থাকবে। আগামী ছয় মাসের মধ্যে এমন ঘটনার পূনরাবৃত্তি হলেই কেবল ছয় মানের জন্য নিষিদ্ধ হবেন মালিঙ্গা। তবে ম্যাচ ফির জরিমানাটা ঠিকই দিতে হবে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাজে ফিল্ডিং ও বেশ কিছু ক্যাচ মিস করে লঙ্কান ফিল্ডাররা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী তাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ৩০ জুন জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৩ সদেস্যের দলে রয়েছেন মালিঙ্গা।
দৈনিক দেশজনতা/এন এইচ