১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

চাঁদপুরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে জুয়ারি আলমগীর (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে আর এক জুয়াড়ি। এক জুয়াড়ি আটক। চাঁদপুরের কচুয়ায় সোমবার বিকেলে উপজেলার আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদ রাত (রোববার রাতে) আইনপুর গ্রামের বখাটে বিল্লাল(২৫), রবিউল(২৪), লিটন(২২) এবং রাজমিস্ত্রী আলমগীর (৩৫) মিলে জুয়া খেলে। ঈদের দিন বিকেলে ওই গ্রামের গিয়াসউদ্দিনের চায়ের দোকানের সামনে আগের দিন রাতের জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে আলমগীরের সাথে বাকি ৩ জনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে তারা আলমগীরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

এলাকাবাসী দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। আলমগীর মৃত নুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতকদের একজন বিল্লালকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ