১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ চাপায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) ও এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এদিকে কেউ কেউ বলছেন নিহতরা সম্পর্কে দাদা-নাতি।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ