১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাবাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক:

বিয়ে দিতে রাজী না হওয়ায় প্রেমিকার বাবাকে ছুরিকাঘাত করেছে প্রেমিক মনোরঞ্জন (২৫)। এতে বাধা দেয়ার প্রেমিকা টুকটুকি রানি (১৭) কেও ছুরিকাঘাতে আহত করে সে। আজ রোববার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে হাসান নগরের জাওলাহাটির মিলন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রেমিক মনোরঞ্জননের ছুরিকাঘাতে প্রেমিকা টুকটুকি রানি (২৫) ও তার বাবা কানাই রঞ্জন দাস (৫০)  গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় স্থানীয়রা প্রেমিক মনোরঞ্জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। টুকটুকি রানি ও কানাই রঞ্জন দাস কে (৫০) ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাবা কানাই রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। কামরাঙ্গীর চর থানার ওসি শাহিন ফকির জানান, পরিবারের অভিযোগ অনুযায়ী স্কুলে যাওয়ার সময় টুকটুকি রানিকে প্রায়ই উত্ত্যক্ত করত মনোরঞ্জন। কয়েকদিন আগে মনোরঞ্জন টুকটুকির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয়। কানাই দাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আজ সকালে মনোরঞ্জন ছুুরি নিয়ে টুকটুকির বাসায় প্রবেশ করে। কানাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করার পর টুকটুকি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৬, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ