আন্তর্জাতিক ডেস্ক:
ক্রমেই সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠছে চীন। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর আবিষ্কার করে অবাক করে দিল বেইজিং।
‘দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এর একদল বিজ্ঞানীর দাবি, এই ডিটেক্টর ঠিকভাবে কাজ করলে বিশ্বের যে কোনও শক্তিশালী দেশের সাবমেরিন চীনা ভূ-খণ্ডে আনাগোনা করলেই তা রাডারে ধরা পড়বে। পাশাপাশি সবদিক থেকে সুরক্ষিত থাকবে চীনা ভূ-খণ্ড।
গবেষকরা জানাচ্ছেন, শক্তিশালী এই সাবমেরিন ডিটেক্টর ম্যাগনেটিক ডিটেনশন টেকনোলজি’র সফল প্রয়োগ ঘটিয়ে তৈরি করা হয়েছে। ডিটেক্টরে বসানো ডিভাইস আকাশ থেকে পৃথিবীর তলদেশের যে কোনও ধাতব পদার্থের সন্ধান দিতে পারবে।
এর ফলে শত্রুপক্ষের সাবমেরিনের সঠিক অবস্থানও জানা সম্ভব হবে। সামরিক ও অসামরিক দু’টি ক্ষেত্রেই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে বলে বিজ্ঞানীদের দাবি।
আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বের সবথেকে শক্তিশালী এই ডিটেক্টর চীনা সেনাবাহিনীর হাতে চলে আসবে বলে জানা গেছে। আর তা হাতে আসলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে চীন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

