আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে শনিবার বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ছয় জন নিহত হয়েছেন। এছাড়া একই দিনে পৃথক অপর এক ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। সে দেশে এটাই সর্বশেষ সহিংসতার ঘটনা।
সর্বশেষ এই সহিংস ঘটনাকে ‘বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে রাজ্যের গভর্নর মিগুয়েল অ্যাঞ্জেল ইউনিস এক বিবৃতিতে বলেন, ‘ভেরাক্রুজে সংঘবদ্ধ অপরাধ গুরুতর সমস্যার সৃষ্টি করছে। ’ খবর এএফপি’র।
নিহতদের মধ্যে ফেডারেল পুলিশের একজন কমান্ডার ও দুইজন এজেন্ট রয়েছে। কার্ডেল নগরীতে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করে।
পার্শ্ববর্তী কোটজারোলকোস নগরীর একটি রেস্তোরাঁয় নৈশ ভোজের সময় বন্দুকধারীদের হামলায় একই পরিবারের চার শিশুসহ ছয় জন নিহত হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ