১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

মাশরাফি ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল একপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা কৌশিক পুত্র সাহিলকে সঙ্গে নিয়ে নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছেন।

সোমবার সকাল ৮টার ঠিক একটু আগে পুত্র সাহিল, ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌঁছান মাশরাফি। এ সময় পুত্র সাহিল আর বাবা মাশরাফির পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি।

জেলা প্রশাসক মোঃ ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ, এফ,এম আমিনুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন।

জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি।

এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৬, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ