৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:২৭

কলম্বিয়ায় কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে মৃত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ায় ভূগর্ভস্থ একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে ও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার কুনডিনামারকা প্রদেশের কুকুনুবা পৌরসভা এলাকার একটি খনিতে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে কলম্বিয়া সরকার।

এই এলাকাটিতে অনেক অবৈধ কয়লাখনি রয়েছে এবং সেগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “১১ জন নিহত, একজন আহত ও দুজন আটকা পড়েছে। শেষ তিনটি লাশের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেগুলো খনির বাইরে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”

আন্দিজ পর্বতমালা এলাকার দেশ কলম্বিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লা রপ্তানিকারী দেশ।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ