৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২২

ছাত্রলীগ সভাপতিসহ ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে পুলিশের কাজে বাধা দেয়ায় ১১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি এডঃ জাহিদুল ইসলাম রোমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামীরা হচ্ছে ইকবাল বেপারি (৩২), বিপ্লব (২৬), সফিকুল ইসলাম (৪৫), নিবির (২২), মালেক শেখ (৪০), আনোয়ার হাওলাদার (৩০), শামীম (৩০), কাকন (২২), ইমন (৩৫) ও সোয়াম (২৯)। চাঁদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম শুক্রবার রাতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার সাথে সম্পৃক্ত যুবলীগ নেতা ইকবাল বেপারীকে রাতেই আটক করেছে পুলিশ। অবশ্য শনিবার বিকেলে আদালত থেকে জামিন নিয়ে সে মুক্ত হয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি(তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, সাবেক ছাত্রলীগের সভাপতি এডঃ জাহিদুল ইসলাম রোমানকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে ছত্রলীগের আহত নেতা কর্মীদের দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি। তিনি শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নেতা কর্মীদের খোঁজ খবর নেন। এ ঘটনা নিয়ে কোনো অভিমন ব্যক্ত করতে রাজি হননি ডাঃ দীপু মনি এমপি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শহরের শপথ চত্বরে পুলিশেরে কাজে বাধা দেয়ায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। এতে ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ২ টি গাড়ি ভাঙ্গচুর করে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৬:২৯ অপরাহ্ণ