২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২০

বেতন-বোনাসের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বেতন-বোনাস পাওয়ার আশ্বাসে রাজধানীর কল্যাণপুরের খাঁজা মার্কেটের বন্ড অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকরা তাদের অবরোধ করেছেন। বেলা ১টা থেকে শুরু হওয়া এ অবরোধ বেলা সাড়ে ৩টায় প্রত্যাহার করেন তারা।

এর ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সৃষ্ট তীব্র যানজটের অবসান হয়েছে।

দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান জানান, আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের এ কথা জানালে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

পোশাক শ্রমিকরা জানান, গত এপ্রিল, মে ও বর্তমান মাসের (জুন) বেতন এবং ঈদ বোনাস দেয়া হয়নি। আজ (শনিবার) এক মাসের বেতনসহ বোনাস দেয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে মালিক পক্ষের কোনো লোককে না পেয়ে আমরা আন্দোলন শুরু করি। তারা আমাদের দাবি মেনে নিতে চাওয়ায় আন্দোলন প্রত্যাহার করছি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ