১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৭ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ের মধ্যে সিএসইতে মোটলেনদেন হয়েছে ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

প্রকাশ :মে ৭, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ