১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

মানুষের ভোগান্তির জন্য দায়ী সরকার: দুদু

নিজস্ব প্রতিবেদক:

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি শনিবার এক অনুষ্ঠানে বলেন, আমাদের সেতুমন্ত্রী বলেছেন কোনো জায়গায় যানজট নাই, পুলিশপ্রধান বলেছেন, যানজট তিনি দেখেননি কোনো জায়গায়। কিন্তু মিডিয়ার কল্যাণে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা ছবি সহকারে দেখতে পারছি ব্যাপক যানজট। কোনো কোনো ক্ষেত্রে ৩০/৫০ মাইল দীর্ঘ যানজট। ফেরি পারাপার হতে পারছেন না। মানুষ ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে আছে। এই সরকার মানুষের ন্যূনতম ঘরে ফেরার নিশ্চয়তা দিতে পারে না। সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। এই সরকার শুধু মানুষ খুন করা নয়, স্বস্তিও কেড়ে নিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
আজ শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হত্যার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ