১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

বরিশালে কয়েক হাজার পরিবারের আগাম ঈদ পালনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদ দেখা সাপেক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার রবিবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চট্টগ্রামের চন্দনাইশের এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ উদযাপনের এই প্রস্তুতি গ্রহণ করে।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবারো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ফলে ওই সব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

খানপুরার জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী বলেন, সৌদি আরব কিংবা পৃথিবীর কোথাও শনিবার ঈদের চাঁদ দেখা গেলে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে তাদের অনুসারীরা রবিবার ঈদ উদযাপন করবেন।

তারা আরো জানান, শনিবার তারা ২৯ রোজা পূর্ণ করেছেন। শনিবার পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে তারা রবিবার ঈদ উদযাপন করবেন। যদি চাঁদ দেখা না যায় তাহলে রবিবার রোজা রেখে ৩০ রোজা পূর্ণ করবেন।

বরিশাল ছাড়াও পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকাসহ বিভাগের ৬ জেলায় কয়েক হাজার পরিবার চাঁদ দেখা সাপেক্ষে রবিবার ঈদুল উল ফিতর উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। সুত্র: বিডি প্রতিদিন

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ