২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

উত্তরের পথে ধীরে চলছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক:

ঈদে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ, বিকল যানবাহন ও নলকা সেতুতে ত্রুটির কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলছে।

শুক্রবার রাত ১০টার থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক হলেও শনিবার সকাল সাড়ে ৯টা থেকে আবারও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে যান চলাচলের ধীরগতি থাকলেও আবারও যেন যানজট না লাগে তা নিরসনের জন্য সেতু থানা, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই মিলাদুল হুদা জানান, এমনিতেই উত্তবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকে। তারপর ঈদকে সামনে রেখে শিল্পকারখানার ছুটি হওয়ায় নাড়ীর টানে ঘরে ফিরছে মানুষ।

তাদের বহন করা বাস মহাসড়কে উঠায় কয়েকটি পয়েন্টে দেখা দেয় থেমে থেমে যানজট। তবে যান চলাচলের ধীরগতি থাকলেও আবারও যেন যানজট না লাগে তা নিরসনের জন্য ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রতিদিন উত্তরাঞ্চলের ১৬টি জেলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৪ জেলাসহ ২০টি জেলার হাজার হাজার গাড়ি এখান দিয়ে চলাচল করে। সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় যানবাহনের লম্বা সারি সৃষ্টি হয়। তবে যানবাহন ধীরগতিতে চলাচল করছে বলে ওসি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ২:০৯ অপরাহ্ণ