নিজস্ব প্রতিবেদক:
সরকারি নির্দেশনা না মেনে ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী ওঠানোর দায়ে ছয় লঞ্চের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
জয়নাল আবেদিন জানান, অতিরিক্ত যাত্রী না ওঠাতে বার বার লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া সত্ত্বেও এ নির্দেশনা যারা মানছেন না তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তিনি জানান, বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা নির্দেশনা মানছেন না তাদের লঞ্চের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ