অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে ঈদের ছুটি বড়ানো দাবি না মানায় মুসলমানদের কালো ব্যাজ পড়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন ফুরফুরা শরিফ দরগার পীর।
দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বেও মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন মাত্র একদিন ছুটি থাকায় ফুরফুরার পীর তোহা সিদ্দিকী এই আহ্বান জানিয়েছেন। অথচ পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মীয় উৎসবের ছুটির দিন বেড়েই চলেছে।
ফুরফুরার পীরের এই দাবিকে রাজ্যেরই একজন মন্ত্রী ও মুসলিম নেতা এই আহ্বানকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করছেন। তবে মুসলিম সংগঠন বলছে পীর তোহা সিদ্দিকীর এই দাবির সঙ্গে তারা একমত। তবে খুশীর ঈদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানানোর পক্ষপাতী নন তারা।
এ প্রসঙ্গে ফুরফুরার পীর তোহা সিদ্দিকী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে দাবি করে আসছি যে ঈদের দিন অন্তত দু`দিন করে ছুটি দেওয়া হোক। তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি”।”অথচ হিন্দু ভাইয়েরা না চাইতেই দূর্গাপূজো, কালীপূজো বা ছটপূজোয় লম্বা ছুটি পাচ্ছেন। উনাদের ছুটি দেওয়া হচ্ছে সেটা স্বাগত, আমরা খুশি। কিন্তু মুসলমানদের উৎসবের ছুটি কেন একদিন করে বাড়িয়ে দেওয়া হচ্ছে না?”- প্রশ্ন তোলেন তিনি।
সূত্র: বিবিসি
দৈনিক দেশজনতা /এমএম