২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৫

শ্যামনগরে প্রতিবন্ধিদের অনুদান ও মুক্তিযোদ্ধাদের উৎসবভাতা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি:

বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর ও কালীগঞ্জের ১০০জন প্রতিবন্ধিকে অনুদান ও ২২৯ জন মুক্তিযোদ্ধাকে ঈদ উৎসবভাতা প্রদান করা হয়েছে।
শ্যামনগর ইউএনও মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুদান ও উৎসবভাতা প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ট সোনালী সম্পদ। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য সকলের প্রতি আহব্বান জানান। প্রধান অতিথি বক্তব্যে প্রতিবন্ধিদের খাস জমি প্রদান করার জন্য উপজেলা প্রশাসনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজজামান, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,প্রেসক্লাব সভাপতি আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠানে শ্যামনগরের ৬০ জন ও কালীগঞ্জ উপজেলার ৪০ জন প্রতিবন্ধিকে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা ও  শ্যামনগর উপজেলার ২২৯ জন মুক্তিযোদ্ধাকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১৭ লক্ষ ২৫ হাজার টাকা ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৬:১৩ অপরাহ্ণ