১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

মায়ের মৃত্যুর পর আমার যন্ত্রণা ছিলো খুবই দুঃসহ : হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স হ্যারি বলেছেন, ‘আমি মনে করি না রাজপরিবারের কেউ রাজা বা রানি হতে চান। তবে আমরা আমাদের কর্তব্য যথাসময়ে পালন করে যাব।’ সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এই অভিব্যক্তি প্রকাশ করেছেন।

তিনি বলেন, রাজপরিবারের সদস্যরা এই গুরুদায়িত্ব পালন করেন জনগণের বৃহত্তর কল্যাণে। রানির উত্তরাধিকারীদের না চাইলেও বিশেষ সুযোগ-সুবিধা নিতে হয়। এসব তাঁদের ইচ্ছায় হয় না। ওই সাক্ষাৎকারে মায়ের মৃত্যুর পর কী দুঃসহ মানসিক কষ্টের মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে, তা-ও প্রকাশ করেছেন প্রিন্স। তিনি বলেন, ‘১২ বছরের একজন শিশুর জন্য এটা মোটেও সহজ বিষয়।’

১৯৯৭ সালে ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। তাঁর মৃত্যুর ছয় দিন পর তাঁকে শেষশ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যোগ দেন রাজপরিবারের সব সদস্য। তাঁদের সঙ্গে ডায়ানার বড় ছেলে ১৫ বছরের প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে ১২ বছরের প্রিন্স হ্যারিও লন্ডনের রাস্তা  ধরে কফিনের পেছন পেছন হেঁটে যান। শেষকৃত্যের ওই দিন অন্তত ১০ লাখ মানুষ ডায়নাকে শেষশ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছিল। টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়, যা দেখেছিলো বিশ্বের কোটি কোটি মানুষ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ