১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় এ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি জানানো হয়।

এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন বক্তব্যে জানা যায়, দুটি ইসলামিক রাজনৈতিক দলসহ মোট ৫৮টি দল নিয়ে জোট করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি।

প্রকাশ :মে ৭, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ