১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

তথ্যমন্ত্রী বললেন ব্যাংকে লুটপাট চলছে

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকগুলোতে লুটপাট-আত্মসাত এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদে বাজেটের ওপর দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলোতে লুটপাট-আত্মসাত এখনো অব্যাহত আছে। সুশাসনের জন্য এসব লুটপাট-দুর্নীতি বন্ধ করতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংকের টাকা আত্মসাতের পর আদালত থেকে জামিন নিয়ে তারা দুই আঙ্গুল উচু করে বিজয় চিহ্ন দেখায়। তাদের এই বিজয় চিহ্ন প্রদর্শন জাতির জন্য লজ্জাকর।

তিনি বলেন, সুশাসনের অভাবে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না। দেশে সুশাসন নিশ্চিত করতে হবে। এজন্য স্মার্ট কার্ডের ব্যবস্থা করতে হবে। যেখানে একজন মানুষের সকল তথ্য থাকবে। কার কথা টাকা আছে এটার জন্য আর আলাদা তদন্ত করতে হবে না। এসময় ভ্যাট নির্ভর রাজস্ব খাত দুর্বল বলে মন্তব্য করে ভ্যাট নির্ভরতা থেকে রাজস্ব খাতকে বের করে আনারও দাবি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ