আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে এবার ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে। বুধবার ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পরপরই সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ এ ঘোষণা দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাতে এ খবর দিয়েছে আল আরাবিয়্যা ও সৌদি গেজেট।
এতে বলা হয়েছে, ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে বুধবার মোহাম্মদ বিন সালমানকে রাজতন্ত্রের ভবিষ্যৎ উত্তরসূরি মনোনীত করেন পবিত্র কাবা ঘরের তত্ত্বাবধায়ক বাদশা সালমান।
এরপরই তিনি ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর ঘোষণা দেন।
সৌদি আরবে ঈদের ছুটি ছিল ১৭ দিন। এ ছুটি সাধারণত ২০ রমজানে শুরু হয়। এবার স্থানীয় সময় অনুযায়ী ১৫ জুলাই শুরু হয়ে এ ছুটি ২ জুলাই শেষ হওয়ার কথা। কিন্তু ছুটি এক সপ্তাহ বৃদ্ধির ফলে তা শেষ হবে আগামী ৯ জুলাই।
দৈনিক দেশজনতা /এমএইচ