স্পোর্টস ডেস্ক:
কনফেডারেশন্স কাপে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে মেক্সিকো। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়নরা। আর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে ১৯৯৯ সালের শিরোপাজয়ীরা। ম্যাচের প্রথমার্ধটা পুরোপুরি নিজেদের নিযন্ত্রণে রাখে নিউজিল্যান্ড। তারই ধারাবাহিকতায় অধিনায়ক ক্রিস উডের গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে অন্যরুপে ফিরে আসে মেক্সিকো। ম্যাচের ৫৪ মিনিটে রাউল জিমিনেসের গোলে দ্রুতই সমতায় ফেরে তারা। এরপর দুর্দান্ত খেলতে থাকা মেক্সিকোর পক্ষে ম্যাচের ৭২ মিনিটে নিউজিল্যান্ডের জালে জয়সূচক গোলটি করেন অরিভে পার্লেটা মোরানেস।
পরে রেফারির শেষ বাঁশি পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি নিউজিল্যান্ডের। ফলে এখানেই টুর্নামেন্টকে বিদায় জানাতে হয়েছে অল-হোয়াইটদের।
দৈনিক দেশজনতা/এন এইচ