১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

ডেমরায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা মেয়ের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক পুলিশ কনস্টেবল ও তার মেয়ে নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ডেমরার দেল্লাহ এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম আরিফুজ্জামান (৪৫) ও তার মেয়ে স্কুলছাত্রী সুমাইয়া (১৬)।বাবা-মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।নিহতের ভাই অ্যাডভোকেট মামুন মাহমুদ জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে মেয়েকে নিয়ে যাত্রাবাড়ী কুতুবখালী বোনের বাসায় যাচ্ছিলেন আরিফুজ্জামান। পথে দেল্লাহ এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সুমাইয়া। আরিফুজ্জামানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই বাচ্চু বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে মৃত্যু হওয়ায় সুমাইয়ার মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৯:৩৬ পূর্বাহ্ণ