২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৮

কাকরাইলে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির দুই সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর কাকরাইলে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন, এশিয়ান টিভির ক্রাইম রিপোর্টার সৈয়দ সাইফুল ইসলাম নয়ন ও ক্যামেরাপারসন আবির হোসেন। তাদের দাবি, সংবাদ সংগ্রহের কাজে কাকরাইলে এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়। তবে অভিযোগের বিষয়ে এএস পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার বর্ণনা দিয়ে আহত সংবাদকর্মী সৈয়দ সাইফুল ইসলাম নয়ন দাবি করেন, ‘এসএ পরিবহনে অবৈধ পলিথিন পার্সেল করার সময় ছবি তুলতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এ হামলায় নেতৃত্ব দেন এসএ পরিবহনের সিইও সম্রাট ও জিএম। এ সময় তারা আমাদের ক্যামেরা কেড়ে নিয়ে আটকে রাখে।’ তিনি জানান, পরে খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমেরকর্মী এবং এশিয়ান টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় তাদের দু’জনকে উদ্ধার করেন। পরে আহত ক্যামেরাপারসন আবির হোসেনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার এ বিষয়ে পল্টন থানায় মামলা করা হবে বলেও জানান সৈয়দ সাইফুল ইসলাম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ৯:৩০ পূর্বাহ্ণ