১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক সন্ত্রাসীদের দিয়ে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের পরিবর্তে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তর ও দূরপাল্লায় সবগুলো রুটে পণ্য ও যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অনির্দিষ্টকালের পরিবর্তে রোববার একদিন রাঙামাটি জেলার সব রুটে পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

শুক্রবার বিকেলে রাঙামাটির সব রুটে বাস, ট্রাক, মিনি বাস, মিনি ট্রাক, সিএনজিসহ সব পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন মালিক-চালকদের হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছিল।

প্রকাশ :মে ৭, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ