নিজস্ব প্রতিবেদক:
লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই তা বাজেয়াপ্ত করা হবে জানিয়েছেন শিল্পমন্ত্রীর আমির হোসেন আমু। তিনি বলেন, এসব মোটরসাইকেল আর কোনোভাবেই মালিকদের ফেরত দেয়া হবে না।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয় বলে সভা শেষে তিনি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
শিল্পমন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা শহরের ৪১০টি ঈদ জামায়াতসহ সারাদেশে ঈদের জামায়াতে নিরাপত্তা দেয়া হবে। এছাড়া ঈদে ঢাকা শহরের ডিপ্লোমেটিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
দৈনিক দেশজনতা/এন এইচ