১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

সৌদির নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মর্যাদা হারিয়েছেন মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ। তার স্থলে বাদশা সালমানের উত্তরাধিকার হিসেবে তার ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে বাদশা সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ ঘোষণা দেন।

বুধবার (২১ জুন) এ খবর আল জাজিরা ও আল আরাবিয়্যার।

৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান আগে দেশটির উপ-ক্রাউন প্রিন্স ছিলেন।

রাজকীয় ফরমানের বরাতে দ্য সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একই সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে দেশটির উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে, যে পদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছে।

এর আগে একইভাবে রাজকীয় ফরমান জারির মাধ্যমে বাদশা সালমান ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নায়েফকে নিয়োগ দিয়েছিলেন।

দ্য সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ৪৩ সদস্যের মধ্যে ৩১ জন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পক্ষে সমর্থন দিয়েছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :জুন ২১, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ