আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন শতাধিক দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী রিয়াদের বাথা মার্কেটে এ আগুন লাগে।
ওই মার্কেটে কর্মরত একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি রাসেল মণ্ডল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কেটে আগুন লাগে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তিনি জানান, প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
দৈনিক দেশজনতা/ এন আর
আন্তর্জাতিক ডেস্ক:
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

