১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

রংপুরের গণমাধ্যম কর্মীর প্রতিবাদে সমাবেশ ও মানব্বন্ধন

মঙ্গলবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানব্বন্ধনে দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক প্রকাশক আব্দুল আজিজ চৈৗধুরী (সাঈদ) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতা রবিউল  হোসেন সরকার বাবলু, এসএম জাকির হুসাইন, শরিফুজ্জামান সম্রাট, এসএম লিটন, এস এ তুষার,  আহসান খোকন, নুর আলম, এনামুল হক স্বাধীন, নুরুল ইসলাম, মিজানুর রহমান বিপ্লব, আব্দুল ওহাব টিপু, মেহেদী হাসান মুন, জাজাল উদ্দিন, মেহেবুব পারভেজ সমুন, শরীফ লাবলু লেবু,  অনিতা মোহন্ত, রশিদুল ইসলাম, এম সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি দেশে তথা বিশেষ করে রংপুরে বিগত ২বছরে বেশ কয়েকজন সাংবাদিকের উপর নির্মম হামলা, হত্যা, অপহরন, লাঞ্চিত, নির্যাতনসহ বিভিন্ন হুমকি ধমকির ঘটনা ঘটে চলেছে।  রংপুরে উদীয়মান সাংবাদিক দৈনিক যুগের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসকে  নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। অপহরন করে নির্যাতন করে রংপুর চিত্র পত্রিকার রিপোর্টর এসএম পিয়ালকে। পত্রিকা বিক্রেতা (হকার সমিতির)সদস্য বাবুকে কুপিয়ে হত্যা, হকার সমতির সাধারণ সম্পাদককে লাঞ্চিত, সাংবাদিক হাজী মারুফ পেশাগত কাজ শেষে রংপুর মিঠাপুকুর থেকে রংপুর ফেরার পথে রংপুর ঢাকা মহাসড়ক এর উপর ধর্মদাস এলাকায় ধান গবেষনার কাছে সন্ত্রাসী কর্তৃক  হত্যার চেস্টা এই সকল ঘটনার সুস্ট তদন্ত সহ দ্রুত আসামি গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি না হলে রংপুরের গণমাধ্যম কর্মীরা ব্যাপক আন্দোলনের ডাক দিবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

 


 

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৯:৪৭ অপরাহ্ণ