রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নতুন করারোপ ছাড়াই ২০১৭-১৮ অর্থ বছরে এগারো কোটি তিরাশি লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী সোমবার দুপুরে জনার্কীন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে এগারো কোটি তিরাশি লক্ষ,ব্যয় ধরা হয়েছে ৯ কোটি,৪১লক্ষ৪১ হাজার এবং সমাপনি স্থিতি রাখা হয়েছে কোটি ৪১লক্ষ ৬০হাজার টাকা। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সচিব জাকির হোসেন,নির্বাহী প্রকৌশলী মোতাহের হোসেন,সহকারী প্রকৌশলী আবুল আনছার,সাংবাদিক আবু ছায়েদ মোহন প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

