১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

স্থায়ী কমিটির সঙ্গে সোমবার বৈঠকে বসবেন খালেদা জিয়া

দেশ জনতা ডেস্ক :

দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে  তাঁর রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার রোববার পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।

প্রকাশ :মে ৭, ২০১৭ ১০:৫৯ পূর্বাহ্ণ