২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১০

জাতিসংঘের সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেশি সংখ্যক সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুটেরেজ বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে একথা জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করায় সংস্থাটির মহাসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অগ্রগতিতে বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধে সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি সবসময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। তিনি এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাদিয়া ফয়জুন্নেছা, বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জাতিসংঘ সদর দফতরে ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড্ ক্রাইম’ এর উপর একটি হাই লেভেলের ডিবেটে বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৭:৫৭ অপরাহ্ণ