১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উত্তর রাজারচর গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে হাফিজা (৮) ও তার ছোট বোন হাফসা (৬) এবং একই এলাকার মাওলানা মোজাম্মেল হকের মেয়ে উর্মি (৭)।

স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার মো. ছিদ্দিকুর রহমান জানান, ওই তিন শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার ছলে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।

পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল মামুন তাদের মৃত্যু ঘোষণা করে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৭:৪১ অপরাহ্ণ