২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

সৌদি জোটের বিরুদ্ধে বিকল্প জোট গড়ার ঘোষণা কাতারের!

আন্তর্জাতিক ডেস্ক:

আরব দেশগুলোর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেছেন, অবরোধ তুলে না নেয়া পর্যন্ত সম্পর্কচ্ছেদ করা আরব দেশগুলোর সঙ্গে কোনো সমঝোতা হবে না। কেবল এ শর্তেই আমরা যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত।

সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর দ্যা গার্ডিয়ান ও আল আরাবিয়ার।

থানি আরব দেশগুলোকে এই বলে হুঁশিয়ার করে দেন যে, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার বিকল্প জোট বাঁধবে।

এতে সৌদির আঞ্চলিক শত্রু ইরানও থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এক ধরনের বিকল্প পরিকল্পনা আছে। যেটা মূলত নির্ভর করছে তুরস্ক, কুয়েত ও ওমানের ওপর। ইরান আমাদের তাদের আকাশপথ ব্যবহারের সুবিধা দিয়েছে। আর যে দেশ কাতারকে পণ্য সরবরাহ করতে সহায়তা করবে, কাতারও সব সময় তাদের পাশে থাকবে।’

পররাষ্ট্রমন্ত্রী থানি বলেন, ‘কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনো সমঝোতা নয়। তারা অবরোধ তুলে নিলে সমঝোতা আলোচনা শুরু হবে। আমরা এ পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অবরোধ তুলে নেওয়ার শর্তেই আমরা যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত।’

থানি জানান, কাতার এ পর্যন্ত সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছ থেকে আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ