১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

ফখরুলের ওপর হামলাই প্রমাণ করে বিএনপিকে নির্বাচনে চায় না আ’লীগ:ফারুক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদকে দায়ী করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাওয়ার ঠিক আগে হাছান মাহমুদ বিমানে চড়লেন। তারপর হামলার ঘটনা। তারপর তিনি যে নাটক মঞ্চস্থ করলেন মাটি কেটে, গেঞ্জি গায়ে দিয়ে। যারা মির্জা ফখরুলকে পিটিয়েছে, তাদের নিয়েই হাছান মাহমুদ মাটি কাটার নাটক করেছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সুইডেনে এক অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ করেছেন। তার একদিন পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে এ আক্রমণ। এ আক্রমণই প্রমাণ করে আওয়ামী লীগ সত্যিকার অর্থে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যান্যর মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৭:২৮ অপরাহ্ণ