১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

ফেনসিডিল মাদক সম্রাট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও প্রাইভেটকার সহ দৌলতপুরের কুখ্যাত মাদক সম্রাট মোকাদ্দেস ওরফে মোকা কে গ্রেফতার করেছে।

মোকাদ্দেস ওরফে মোকা ভারত সীমান্ত সংলগ্ন ক্রফোর্ডনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০ টার দিকে দৌলতপুর থানা এসআই ইন্দ্রজিত মথুরাপুর ও শ্যামপুর ক্যাম্প পুলিশের সহযোগীতায় ডাংমড়কা-খলিশাকুন্ডি সড়কের নাটনাপাড়া শেহালা এলাকা থেকে ঢাকা মেট্রো-গ-১১-১৭৭৭ নম্বর ধারী সাদা প্রাইভেটকার আটক করে। প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং দৌলতপুরের কুখ্যাত মাদক সম্রাট মোকাদ্দেস হোসেন ওরফে মোকা (৩৫) ও তার চালক স্বপন (৩০) কে গ্রেফতার করে। চালক স্বপনের বাড়ী পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায়। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি দারা খান জানান, মোকাদ্দেস একজন শীর্ষ মাদক চোরাকারবারী তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ