আন্তর্জাতিক ডেস্ক:
গতকাল সোমবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাত্তানি প্রদেশের থুং ইয়াং ডায়েং অঞ্চলের একটি সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ জন সৈন্য নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, স্থানীয় বিদ্রোহীদের একটি অজ্ঞাত দল বোমাটি পেতে রাখে। খবর এএফপি’র।
থাই গণমাধ্যম মাতিচোন জানায়, হামলাকারীদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের তিনটি প্রদেশ পাত্তানি, ইয়ালা ও রানাথিওয়াতে বিস্ফোরণ ও হামলা চালানো হয়। টাস্ক ফোর্স ২৫ এর সৈন্যরা একটি মিশনে যাওয়ার পথে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন দুষ্কৃতকারীরা এখনো নিখোঁজ রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ