আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক ইমামকে সম্প্রতি মসুল শহর থেকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত প্রায় ২৫০ কেজি ওজনের এই ইমামকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে ঢোকানো যায়নি। তাকে একটি পিকআপ ট্রাকে করে নিয়ে যেতে হয়েছে।
কর্মকর্তাদের বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ইমামের নাম আবু আবদুল বারি। ‘নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার কারণে পরিচিত ছিলেন তিনি। এই মুফতি ‘আইএস দলের’ একজন গুরুত্বপূর্ণ নেতা।
বিবৃতিতে বলা হয়েছে, আইএসের প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানানো মুসলিম ইমামদের হত্যা করার জন্য বারি ‘ফতোয়া’ দিতেন।
লন্ডনভিত্তিক ইসলামি চরমপন্থি বিরোধী কর্মী মাজিদ নওয়াজ ফেসবুকে লেখা এক পোস্টে আবু আবদুল বারির অপকর্মের বিবরণ দিয়েছেন। অতিরিক্ত ওজনের কারণে সে বাড়ির বাইরে চলাফেরা করতে পারতো না বলেও জানিয়েছেন নওয়াজ।