ক্রীড়া ডেস্ক :
এর আগে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ ও জিম্বাবুয়র বিপক্ষে জয় পেয়েছে। এবার সেই তালিকাটা আর একটু বৃদ্ধি পেল এবং সেটা ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে। শুক্রবার সেন্ট লুসিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আর এটি সম্ভব হয়েছে আফগান বোলার রশিদ খানের বোলিং ভেলকিতে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের দশটি উইকেটের ৭টিই নেন রশিদ। তাও মাত্র ১৮ রান দিয়ে। তাতে ২১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
রশিদ খান ৮.৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৭টি উইকেট নেন। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার। আর রশিদের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট কিংবা তার বেশি শিকার। মজার ব্যাপর হল রশিদ যেসব ম্যাচে চার কিংবা তার বেশি উইকেট পেয়েছেন সেসব ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।
শুক্রবার রশিদের বোলিংয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজের কেউ দাঁড়াতেই পারেননি। শুক্রবার জেসন মোহাম্মদকে দিয়ে শুরু করেন রশিদ। এরপর একে একে তার শিকারে পরিণত হয়েছে পিটার চেজ, সাই হোপ, জ্যাসন হোল্ডার, অ্যাসলে নার্স, আলজারি যোসেফ ও মিগুয়েল কামিন্স।
দুইজনকে সরাসরি বোল্ড করেন। তিনজনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। বাকি দুজন রশিদের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ৫০ ওভারে ২১২/৬ (জাভেদ আহমাদি ৮১, গুলবাদিন নায়েব ৪১*; আসলে নার্স ২/৩৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৪.৪ ওভারে ১৪৯/১০ (সাই হোপ ৩৫, যোসেফ ২৭; রশিদ ৭/১৮)।
ফল : আফগানিস্তান ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা : রশিদ খান
দৈনিক দেশজনতা/এন আর