লাইফ স্টাইল ডেস্ক:
রাতে পানি তেষ্টা পেতে পারে, এই ভেবে অনেকেই ঘুমোতে যাওয়ার সময়ে বিছানার পাশে এক গ্লাস পানি রাখেন। কিন্তু অনেকেই জানেন না, এর ফল কতটা মারাত্বক হতে পারে।
রাতে যে পানি রেখে ঘুমোতে যান, সকালে সেই পানি খাওয়া খুবই অস্বাস্থ্যকর। সকালবেলা সেই পানি খেলেই বুঝতে পারবেন, পানিের স্বাদ বদলে গিয়েছে। পানিের সাধারণত কোনও নির্দিষ্ট স্বাদ নেই। কিন্তু হাওয়ার সংস্পর্শে এলে হাওয়াতে উপস্থিত কীটাণু পানিের সঙ্গে মিশে যায়, যা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ।
শুধু বিজ্ঞানসম্মত কারণই নয়। এর পিছনে রয়েছে কিছু অতিলৌকিক ব্যাখ্যাও। ঘুমনোর সময় আমরা শরীর থেকে বিভিন্ন ধরনের এনার্জি ত্যাগ করে থাকি। তার মধ্যে অধিকাংশই নেগেটিভ এনার্জি। পানি সেই নেগেটিভ এনার্জি খুব সহজেই শোষণ করে নেয়। ফলে পানি ভর্তি গ্লাসের মতই নেগেটিভ এনার্জিও থেকে যায় আপনার ঘরে। তেমনটাই বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। তাই এবার থেকে ভুলেও ঘুমনোর সময়ে বিছানার পাশে পানির গ্লাস রাখবেন না।
দৈনিক দেশজনতা/এন এইচ