১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৪

দৌলতপুরে অস্ত্র-গুলি-বোমাসহ ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বোমাসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি শাহ দারা খান।

তিনি জানান, ওইদিন রাত ১টার দিকে পুলিশ ডাংমড়কা-প্রগপুর সড়কের প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় মোমিন (২৮), সিরাজুল (৩৫), সামিরুল (৩০), জুবেল (২৪) ও জাহারুল (৩২) নামে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ৫টি ককটেল, ৩টি রামদা ও ২টি টর্চ লাইট। এদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১:০২ অপরাহ্ণ