মিয়ানমারের রাখাইনে দেশটির সেনা নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নোয়াখালীর ভাসানচর প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি জানিয়েছে, প্রস্তুত ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্পের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রকল্পটি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামের দ্বীপে এক লাখ রোহিঙ্গার আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকল্পটির জন্য রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া হয় দুই হাজার ৩১২ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে দুই হাজার ২৬৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ৪৬ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলার জন্য রাখা রয়েছে।